রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পা পিছলে গিয়ে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের।
রবিবার বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি দিনাজপুরের ফুলবাড়ী থেকে একতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, দিনাজপুরের ফুলবাড়ি থেকে একটি সম্মেলন শেষে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন আনু মুহাম্মদ। খিলগাঁও রেলগেটে চলতি ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙ্গুল কাটা পড়ে, ডান পায়ের পাতাও ক্ষতিগ্রস্ত হয়। পরের গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
এদিকে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ভিড় করছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।