বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের শীর্ষ নেতাদের প্রবেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো দিনব্যাপী আন্দোলন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ৭ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিক্ষার্থীদের এই কর্মসূচি চলে। শিক্ষার্থীরা আজও একইভাবে টার্ম ফাইনাল পরীক্ষা ও ক্লাস বর্জন করে সকাল ৭টা থেকে বুয়েটের শহীদ মিনারে অবস্থান নেবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবির মুখে শুক্রবার অভিযুক্ত ইমতিয়াজ রাহিমের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইমতিয়াজ রাহিম রাব্বির সিট বাতিলের দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রলীগ।
এদিকে বুয়েটে আন্দোলনের বিষয়ে গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেছেন, বুয়েটে কোন জঙ্গী মানসিকতার বিষয় রয়েছে কীনা তা তদন্ত করে দেখা হবে। চলমান আন্দোলন নিয়ে শিক্ষার্থীসহ উভয়পক্ষকে আহŸান জানাব, সেখানে শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।শিক্ষামন্ত্রী বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংগঠন করা নিয়ে আলোচনা এসেছে। কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিছু দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। সেখানে উপাচার্য এবং উপ-উপাচার্য সিদ্ধান্ত দিয়েছেন, সেটা নিয়ে তারা কাজও করছেন। আমরা অনুরোধ করবো সব পক্ষকে, সেখানে বিশৃঙ্খলা যাতে না হয় এবং শিক্ষার পরিবেশ যাতে কোনোভাবেই বিঘিœত না হয়।
অন্যদিকে গতকাল সকাল ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে আজ ও একইভাবে টার্ম ফাইনাল পরীক্ষা ও ক্লাস বর্জন এর কথা জানানো হয়। শুক্রবার শিক্ষার্থীরা যে ছয়দফা দাবিগুলো জানিয়েছিলেন গতকাল ও একই দাবি কিছুটা হালনাগাদ করে জানানো হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলোÑ বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে বুধবার মধ্যরাতে রাজনৈতিক সমাগমের মূল সংগঠক ইমতিয়াজকে বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার; তাঁর সঙ্গে জড়িত পাঁচ শিক্ষার্থীকে (এ এস এম আনাস ফেরদৌস, হাসিন আরমান নিহাল, অনিরুদ্ধ মজুমদার, জাহিরুল ইসলাম, সায়েম মাহমুদ) বুয়েট থেকে স্থায়ী-একাডেমিক ও হল থেকে বহিষ্কার, জড়িত অন্যদের অবিলম্বে শনাক্ত করে শাস্তি দেওয়া; ক্যাম্পাসে প্রবেশ করা বহিরাগত রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়ে প্রশাসনের লিখিত নোটিশ ও বাস্তবায়ন; দায়িত্ব পালনে ব্যর্থ ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসবিøউ) পদত্যাগ; আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি।
এদিকে বেলা ৩ টায় গণমাধ্যমের সাথে কথা বলেন উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। এসময় তিনি ক্যাম্পাসে ছাত্রলীগের প্রবেশকে অনিয়মতান্ত্রিক বলেন। একই সাথে এই ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি ঘটন করা হয়েছে বলা জানান তিনি। উপাচার্য বলেন, গভীর রাতে কেউ (ক্যাম্পাসে) ঢুকলে এটা অবশ্যই অনিয়মতান্ত্রিক। যদি কোনো নিরাপত্তারক্ষী বহিরাগত ব্যক্তিদের ঢুকতে দিয়ে থাকেন, তাঁর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর কে কে ঢুকেছে, তাদের তো আগে চিহ্নিত করতে হবে। চিহ্নিত না করে তো শাস্তি দেওয়া যাবে না। তার জন্য সময় প্রয়োজন। এ সময় তিনি বলেন, পুরো ঘটনা তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৮ এপ্রিলের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দাবিকে অযৌক্তিক বলছি না, তাদের দাবির সঙ্গে আমরা সহমত পোষণ করছি। তবে দ্রæত সবকিছু করা যায় না। আমরা কমিটি গঠন করেছি, তারা এখন থেকে সবকিছু দেখবে। আর কে কে ঢুকেছে, তাদের তো আগে চিহ্নিত করতে হবে। চিহ্নিত না করে তো শাস্তি দেওয়া যাবে না। তার জন্য সময় প্রয়োজন। অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে বলেন, ইতমিয়াজ রাব্বিকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু অ্যাকাডেমিক বহিষ্কার শৃঙ্খলা কমিটির বৈঠক ডেকে নিয়মতান্ত্রিক উপায়ে করতে হবে। শৃঙ্খলা কমিটির সভার জন্য তদন্ত প্রতিবেদন লাগবে। তদন্ত প্রতিবেদন ছাড়া শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নিতে পারবে না।
আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের বিষয়ে তিনি বলেন, আমরা পরীক্ষা স্থগিত করিনি, তারা (শিক্ষার্থী) বর্জন করেছে। তারা পরীক্ষা স্থগিতের আবেদনও করেনি। তারা এখানে ভুল করেছে। পরীক্ষা হয়েছে, কিন্তু তারা পরীক্ষায় অনুপস্থিত ছিল। শিক্ষার্থীরা ফের পরীক্ষার জন্য আবেদন করলে অ্যাকাডেমিক কাউন্সিল বিবেচনা করতে পারে বলে জানান তিনি।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের (ডিএসডবিøউ) পদত্যাগের দাবি প্রসঙ্গে বুয়েট উপাচার্য বলেন, ডিএসডবিøউর পদত্যাগের এখন আমরা চিন্তা করছি না। কারণ এটা নিয়ম মেনে ব্যবস্থা হবে। তদন্ত কমিটি খতিয়ে দেখবে। ডিএসডবিøউ বলেছেন, তাঁর পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না। শিক্ষার্থীরা দাবি করতেই পারে, কিন্তু দাবির মুখে আমরা ব্যবস্থা নিতে পারি না। এ দিকে মধ্যরাতে কীভাবে ক্যাম্পাসে বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবেশ করেছে এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানান সত্য প্রসাদ মজুমদার। এদিকে হল থেকে ইমতিয়াজ রাহিম রাব্বির সিট বাতিলের দাবিতে আজ এক প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রলীগ।