spot_img

গাজীপুরে উড়াল সড়কের বালুর স্তুপে যুবকের লাশ

গাজীপুরে বিআরটি প্রকল্পের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উড়াল সেতুর কাজের জন্য রাখা খোয়া-বালুর মিশ্রিত স্তুপ থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে শ্রমিকরা খোয়াবালুর কাজ করতে গেলে লাশটি বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় সনাক্ত করা যায়নি।
বাসন থানার পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম বলেন, ওই বিকারগ্রস্থ যুবকটি ভোগড়া বাইপাস মোড় এলাকায় ঘুরাফেরা করতো। বিভিন্ন দোকান থেকে ভিক্ষা করে খেতো। তাকে দেখে বিকারগ্রস্থ মনে হতো। ওই যুবকটি হয়তো ওই বালির মধ্যে শুয়ে ছিল রাতে ট্রাক থেকে বালি ফেলার সময় হয়তো সে বালির নেিচ চাপা পরে মারা যেতে পারে।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার কাজ চলছে। এজন্য প্রতিদিনই খোয়া বালু এনে ফ্লাইওভারের নিচে রাখা হয়। সেমাবার রাতেও এমন খোয়া বালু এনে রাখা হয়। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে গিয়ে ওই বালু খোয়ার স্তুপ থেকে এক যুবকের লাশ বেরিয়ে আসে। পরে শ্রমিকরা ভয় পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম আরো বলেন, উদ্ধার করা ওই যুবকের তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ