spot_img

একুশের প্রথম প্রহর

রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কর্নেল মো. ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর থেকেই শোকের ও শ্রদ্ধার প্রতীক সাদাকালো পোশাকে, খালি পায়ে পথ মাড়িয়ে আবালবৃদ্ধবনিতা সবাই সমবেত হতে শুরু করেছেন শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য।
এসময় আরো শ্রদ্ধা নিবেদন করেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান, নৌবাহিনীর পক্ষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ সকল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণের সংগঠিনের নেতৃবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ