spot_img

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৭৭.৫৬ শতাংশ

সারা দেশের মত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচ.এস.সি-২০২৪ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই বোর্ডে এবার পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন শিক্ষার্থী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স.ম. আব্দুস সামাদ আজাদ জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচ.এস.সিতে পরীক্ষায় অংশগ্রহন করে ১ লাখ ১২ হাজার ১১৫ জন। এদের মধ্যে পাশ করেছে ৮৬ হাজার ৯৫৪ জন। পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ।
এবারেও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাশের হার ৮১ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৭৩ দশমিক ৯৭ শতাংশ। পাশাপাশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১১০ জন এবং ছেলে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৮৫ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে মোট ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশ নেয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ১৫টি এবং ২০টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি।
যেসব কলেজ থেকে কেউ পাশ করেনি ঃ
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে এবার মোট ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এইচ.এস.সি পরীক্ষায় অংশ নেয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। আর ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করতে পারেনি-সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-লালমনিরহাটের আদিতমারী উপজেলার গান্ধামারুয়া স্কুল এন্ড কলেজ ও নামুরী হাই স্কুল এন্ড কলেজ, কালিগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল এন্ড কলেজ, একই উপজেলার শিয়াল খোয়া কলেজ, দুহুলী এস.সি হাই স্কুল এন্ড কলেজ ও কাকিনা গার্লস হাই স্কুল এন্ড কলেজ, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ, হাকিমপুর উপজেলার বোয়ালদার স্কুল এন্ড কলেজ ও ফুলবাড়ী উপজেলার উত্তর ল²ীপুর হাই স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও সদর উপজেলার কলেজিয়েট পাবলিক স্কুল এন্ড কলেজ, কদম রসুলহাট স্কুল এন্ড কলেজ, রানীশংকৈল উপজেলার গোগর কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই বগুলাবাড়ী হাই স্কুল এন্ড কলেজ ও মোড়লহাট জনতা স্কুল এন্ড কলেজ, রংপুর সদর উপজেলার আর্কাডিয়া ইন্টারন্যাশনাল কলেজ ও গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ, নীলফামারীর ডোমার উপজেলার বাগডোকরা নিমোজখানা হাই স্কুল এন্ড কলেজ, কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার গোপালপুর এম.এল হাই স্কুল এন্ড কলেজ এবং রৌমারী উপজেলার শৌলমারী এম.আর স্কুল এন্ড কলেজ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ