খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলরদের স্বপদে বহাল করার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পÐ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে কেসিসির সাবেক কাউন্সিলরদের অনুসারীরা মানববন্ধনের জন্য নগর ভবনের সামনে জড়ো হতে থাকে। একপর্যায়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় কাউন্সিলরদের বেশ কয়েকজন অনুসারী মারপিটের শিকার হয়। এদিকে ধাওয়াকালে নগরভবনের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
কেসিসি সাবেক প্যানেল মেয়র-৩ অ্যাডভোকেট মেমোরি সুফিয়া রহমান সুনু বলন, একটি নাগরিক সনদ নিতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। নাগরিক সেবা বঞ্চিত হয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ মানববন্ধনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু বাঁধার কারণে তা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক দলের একজন নেতা বলেন, মানববন্ধন কর্মসূচির নামে পতিত স্বৈরাচারের দোসররা নাশকতার উদ্দেশে জড়ো হলে সাধারণ জনগণ তা নস্যাৎ করে দিয়েছে।