প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। গতকাল সোমবার ডিজিএফআই ডিজিসহ সেনাবাহিনীর দুইজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে লেফট্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে।
ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল ফয়জুর রহমানকে লেফট্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। ডিজিএফআইয়ের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া মেজর জেনারেল জাহাঙ্গীর আলম এর আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। গত ১২ আগস্ট ডিজিএফআইয়ের ডিজির দায়িত্ব পান ফয়জুর রহমান। তার আগে তিনি ছিলেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট।
এছাড়া ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে লেফট্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে।