spot_img

ডিএনসির মামুন সাসপেন্ড বিএনপির পদে নেই রবি

রাজধানীর হাতিরঝিলে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ মামুন এখনো ধরা পড়েননি। তিনি এখনো পলাতক রয়েছেন। গতকাল সোমবার দুপুরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামুনকে ক্লোজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। তামিম হত্যামামলায় মামুন এজাহারভুক্ত এক নম্বর আসামি। তবে মামুনের সঙ্গে ডিএনসির আরেক উপ-পরিচালক শামীম আহমেদ ও পুলিশের এসআই আব্দুস সাত্তার নামও আলোচনায় এসেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান গতকাল বলেছেন, মামুনকে ক্লোজ করে সাসপেন্ড করার সুপারিশ করে মন্ত্রণালয়ে কাগজ পাঠানো হয়েছে। তিনি বলেন, মামুনের সঙ্গে শামীমের ঘনিষ্ট সম্পর্ক থাকতে পারে। এতে দোষের কিছু নেই। তবে অপরাধে জড়ালে-এর সুনির্দিষ্ট তথ্য প্রমানও অভিযোগ পেলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) রুহুল কবির খান জানান, দীপ্ত টিভির কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এ ঘটনায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাতিরঝিল থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে যার নামই আসুক, সে যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। এ নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তবে আমি আবারো বলছি তদন্তে যার নামই আসুক, সে যেই হোক ছাড় পাবে না।
এদিকে তামিম খুনের ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি। গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রবির সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে। গত ১১ অক্টোবর রবিকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। পরবর্তীতে শেখ রবি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক না হওয়ায় সব সাংগঠনিক পদ স্থগিত করা হলো। এ হত্যা মামলায় তিন নম্বর আসামি শেখ রবিউল আলম রবি পলাতক আছেন।
জানা গেছে, মামুনের সঙ্গে ডিএনসি আরেক উপ-পরিচালক শামীম আহমেদের নামও জড়িয়ে আছে নানা অপকর্মে। মামুন ঢাকা দক্ষিণে এবং শামীম ঢাকা উত্তরে উপ-পরিচালক হিসেবে কর্মরত। বিগত সরকারের সময় পছন্দসই স্থানে চাকরি করে মাত্র কয়েক মাস আগে অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে বদলি করা হয়। সরকারের পটপরিবর্তনের পরই তারা দুজনে ফের ঢাকায় ফিরেছেন। ডিএনসি কর্মকর্তাদের কাছে তারা ‘মানিকজোড়’ হিসেবে পরিচিত। তারা একসঙ্গে ঢাকায় ফ্ল্যাট ব্যবসা এবং পূর্বাচলে বেনামে প্লট ব্যবসায় জড়িত বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
ডিএনসির সূত্র বলেছে, মামুন চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক থেকে ঢাকার প্রধান কার্যালয়ে উপ-পরিচালক (প্রশাসন), এরপর ঢাকা বিভাগীয় গোয়েন্দার উপ-পরিচালক, তারপর ফের চট্রগ্রাম মেট্রোর উপ-পরিচালক হন। সেখান থেকে তাকে কয়েক মাস আগে নারায়ণগঞ্জে বদলি করা হয়। গত ৫ আগষ্টের পটপরিবর্তনের পর বৈষম্যের শিকার এমন দাবি করায় তাকে ঢাকায় এনে দক্ষিণের ডিডি (উপ-পরিচালক) করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্টে দীপ্ত টিভির দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিমের ফ্ল্যাট দখল করার সময় প্রতিপক্ষের হামলায় তামিম নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে রিামন্ডে নিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ