spot_img

ছাত্র আন্দোলনে হামলা কাফরুলে গ্রেপ্তার আ.লীগ নেতা জব্বার কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা থেকে গ্রেপ্তার আব্দুল জব্বার নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শুক্রবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এরআগে গত বৃহস্পতিবার রাতে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বরের শাহ আলী প্লাজা থেকে মো. মোবারক হোসেন নামে এক ব্যক্তি কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে তার মামার বাসায় যাচ্ছিলেন। এসময় সে এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মোবারক হোসেন। উপস্থিত লোকজন মোবারককে প্রথমে পল্লবীর ইসলামী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করেন।
এ ঘটনায় মোবারকের মামা মো. রুবেল হোসেন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর কাফরুল থানায় ১০৭ জনের নাম উল্লেখসহ আরো ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মোবারকের ওপর আক্রমণের সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ