spot_img

অবসর প্রকাশনীর কর্ণধার আলমগীর রহমান আর নেই

দুই দশকেরও অধিক কাল ধরে বাংলাদেশের সৃজনশীল সাহিত্য এবং বিশ্বসাহিত্য বাংলাভাষী পাঠকদের হাতে পৌঁছানোর ক্ষেত্রে ‘অবসর প্রকাশনা সংস্থা’র ভ‚মিকা ছিল গর্ব করার মতো। কার্টুন থেকে কৌতুক, ভ্রমণ থেকে পাখি, কোষগ্রন্থ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, রূপচর্চা থেকে শুরু করে রন্ধনশিল্প-গ্রন্থচারিত্র্যের বিস্ময়কর প্রকাশ ঘটেছে প্রকাশনাটির মধ্য দিয়ে। এর নেপথ্যে কারিগর ছিলেন প্রকাশনীটির কর্ণধার আলমগীর রহমান। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তিনি তার দীর্ঘ জার্নি থামিয়ে দিলেন। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিত এই ব্যক্তিত্ব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদ জুমা ধানমন্ডির তাকোয়া মসজিদে জানাজার নামাজের পর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আলমগীর রহমানের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রকাশনাশিল্পে শোকের ছায়া নেমে এসেছে।
তার ছেলে নূর-ই- মুনতাকিন আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা সকালের দিকে বাসাতেই অচেতন হয়ে যান। বেলা ১১টার দিকে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাই। তখন কর্তব্যরত চিকিৎসক জানান, বাবা বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। সাপ্তাহিক বিচিত্রা দিয়ে সাংবাদিকতা জীবন থেকে অবসর নিয়ে ১৯৮৫ সালে আলমগীর রহমান অবসর প্রকাশনীর যাত্রা শুরু করেন। শুরুতে ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল বইয়ের অনুবাদগুলো তিনি পেপার ব্যাকে প্রকাশ করেন। অবসর থেকে প্রকাশিত প্রথম উপন্যাস হুমায়ূন আহমেদের ‘দেবী’। এরপর এ প্রকাশনা সংস্থা থেকে হাজারের বেশি বই প্রকাশিত হয়েছে। সাহিত্যের সব শাখার বই প্রকাশ করেছে অবসর।
কয়েক বছর আগে আলমগীর রহমান তার ছেলে প্রতীকের নামেও একটি প্রকাশনা প্রতিষ্ঠান খুলেন। তার পৈতৃক ব্যবসাও প্রকাশনা। বাংলাদেশ বুক করপোরেশন নামে সেই প্রকাশনী থেকে বিভিন্ন পাঠ্যপুস্তক প্রকাশিত হয়েছে নানা সময়ে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির উপদেষ্টা ওসমান গণি বলেন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি। তার প্রকাশিত বইগুলোতে সব সময় পরিচ্ছন্নতার ছাপ দেখতে পাই। শেষ বয়সে শারীরিক অসুস্থতার কারণে তিনি বইমেলা বা পুস্তক প্রকাশক সমিতির সভায় আসতে না পারলেও ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন।
অবসর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে লিও টলস্টয়ের ‘মিথ্যাবাদী রাখাল’, ‘জেলে ও ছোট মাছ’, ‘গাধা ও ঘোড়া’, ‘বেড়ালের গলায় ঘণ্টা’, ‘নীতিকথার গল্পসমগ্র’, জন রোমিতার ‘সুইস ফ্যামিলি রবিনসন’, বদরুদ্দীন উমরের ‘বাংলাদেশের পঞ্চাশ বছর’, মহিউদ্দীন আহমেদের ‘পার্বত্য চট্টগ্রাম : শান্তি বাহিনী, জিয়া হত্যা মঞ্জুর খুন’, গোলাম মুরশিদের ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি’, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ প্রথম ও দ্বিতীয় খন্ড, হুমায়ূন আহমেদের ‘পাখির দেশ ও অন্যান্য গল্প’ ও ‘দেবী’, মহাশ্বেতা দেবীর ‘স্মৃতির দেয়াল’, রাকিব হাসানের ‘সাগর তলে’, স্থপতি ড. সাজিদ বিন দোজার ‘প্রাচীন বাংলার স্থাপত্যধারা’, আসিফ আযহারের ‘জৈন্তিয়া রাজ্যের ইতিহাস’, মনযুর আহমাদের ‘পলাশী থেকে ধানমন্ডি’সহ হাজারো গুরুত্বপূর্ণ বই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ