কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলন দমাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিপুল সংখ্যক মানুষ মারা যায়। এর মধ্যে তিনটি হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৩ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। দুটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এবং ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়। বিচারকগণ অভিযোগগুলো এজাহার হিসাবে গণ্য করে বাড্ডা, যাত্রাবাড়ী ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাজধানীর বাড্ডায় দুলাল সরদার হত্যার ঘটনায় ৪৫ জন, যাত্রাবাড়ী এলাকায় আব্দুর হান্নান হত্যার ঘটনায় ২৩৭ জন এবং আশুলিয়ায় তৌহিদুর রহমান রানা হত্যার ঘটনায় ১২১ জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন সাবেক কর্মকর্তারা আসামির তালিকায় রয়েছেন।