ক্রিকেট বল ছোঁড়াকে কেন্দ্র করে চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার নগরীর জাকির হোসেন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় দুইপক্ষের শিক্ষার্থীরা পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে প্রতিষ্ঠানের গেট বন্ধ রেখে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন দুই কলেজের শিক্ষক ও অধ্যক্ষরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এমইএস কলেজের কয়েকজন শিক্ষার্থী সামনের মাঠে ক্রিকেট খেলছিলেন। এসময় একটি বল গিয়ে ইস্পাহানি কলেজের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এমইএস কলেজের এক শিক্ষার্থী বলটি আনতে গেলে ইস্পাহানি কলেজের শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ছাত্রী এমইএস কলেজের শিক্ষার্থীর গায়ে হাত তোলেন। এমইএস কলেজের কয়েকজন শিক্ষার্থী এর প্রতিবাদ করলে পরে তা সংঘর্ষে রূপ নেয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।