গতকাল বুধবার নৌবাহিনী ও কোস্টগার্ড মোংলা ও ভোলায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফিরোজ আহমেদ (৩৭), তার ছোট ভাই সাদ্দাম হোসেন (৩৫), আনোয়ার হোসেন, সোহেল ও হাসান। অভিযানকালে মোংলা উপজেলাধীন ১ নং ওয়ার্ড মোংলা পোর্ট পৌরসভা সংলগ্ন এলাকা হতে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১ টি বিদেশি শর্টগান, ১ টি বিদেশি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা ও মোবাইল ফোনসহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়। তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, মঙ্গলবার রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট দৌলতখান উপজেলার ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন, সোহেল ও হাসান নামে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিল। তাদের কাছ থেকে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও ১ টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আইএসপিআর