ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিন থেকে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এক জরুরি সভায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেত উপাচার্য লাউঞ্জে এই জরুরি সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন। সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপাচার্যের আমন্ত্রণে কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে এক সিন্ডিকেট সদস্য বলেন, একটি বিষয়ে আজকের অ্যাজেন্ডা ছিল; ছাত্র রাজনীতি। পরে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে যুক্ত করে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের নিয়ে কমিটি করে এটিকে কোন ফরম্যাটে রাখা হবে সেটির ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, এই বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিন্ডিকেট সদস্যদের সাথে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।