spot_img

বন্যার্তদের পুনর্বাসনে রবীন্দ্র সরোবরে সুরের উচ্ছাস

আয়োজনটা ছিলো বন্যার্তদের পুনর্বাসনের। দিনভর বৃষ্টির বৈরীতা উপেক্ষা করে শিল্পীরা এসেছেন অনুষ্ঠানস্থলে, গেয়েছেন জনপ্রিয় সব গান। একের পর এক গান গেয়ে সুরের আবেশ ছড়ালেন শিল্পীরা। আর দর্শক শ্রোতারাও উচ্ছ¡াসের করতালিতে শিল্পীদের সাথে কণ্ঠ মেলালেন রবীন্দ্র সরোবরে। মানুষের প্রতি ভালোবাসা প্রকাশে বৃষ্টি যেন কোনো বাধাই হতে পারেনি।
গতকাল শনিবার বিকালে রবীন্দ্র সরোবর মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে এ আয়োজন করল শিল্পী সমাজ।
ঘড়ির কাঁটা ঠিক পাঁচটা বাজতেই মঞ্চে উঠেন এই প্রজন্মের প্রতিভাবান গায়ক তানহা। প্রয়াত আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শিল্পী পরিবেশন করেন আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে, এরপর জেমসের ‘দশ মাস দশদিন ধরে গর্ভে ধারণ’ ও ‘আবার এলো যে সন্ধ্যা’। এরপর দ্বৈতকণ্ঠে মঞ্চ মাতান তোসরা ও আতিকা। সদ্যপ্রয়াত মাইলসের শাফিন আহমেদের স্মৃতির প্রতি প্রথমেই এই দুই শিল্পী গেয়ে শোনান ‘ফিরিয়ে দাও আমার প্রেম, নীলা তুমি কি জানো না’, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সবশেষে তারা একটি র‌্যাপ গান পরিবেশনের মধ্য দিয়ে মঞ্চ ত্যাগ করেন।
ট্রিপল ওয়ান আয়োজিত এই আসরে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা বলেন, বৃষ্টি উপেক্ষা করে বানভাসি মানুষদের জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি। তারা বানের জলে ভাসছে আর তাদের জন্য আমরা একটু বৃষ্টিতে ভিজতে পারবো না তা তো হয় না। সরকার পতনের পর আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। আর এই স্বাধীনতায় সকল বিপদে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বিগত সরকারের বিরুদ্ধে আমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছি, ঠিক একইভাবে বন্যার্তদের সাহায্যার্থেও আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই ভালোবাসা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করে ব্যান্ডদল বø্যাক, প্রজন্ম বাউল, বøæ জিন্স, শহরতলী ও তরুণ ব্যান্ড। শিল্পীদের অনবদ্য পরিবেশনায় হিম শীতল বৃষ্টিতেও উষ্ণতা ছড়িয়ে পড়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ