সন্ত্রাসীদের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম রনো ও তার পরিবার। গত ১ সেপ্টম্বর সশস্ত্র সন্ত্রাসীরা আজিমপুরে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও তাকেসহ তারসহ স্ত্রী ও মাকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রনোর স্ত্রী সারওয়াত লায়লা খান লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিজের বাড়ি রক্ষা ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ মহলের কার্যকর পদক্ষেপ কামনা করছেন সাংবাদিক আব্দুর রহিম রনো।
সাংবাদিক রনো জানান, পয়লা সেপ্টেম্বর রাতে তার বাড়িতে আসে সেলিম ও আতিকুল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী৷ তারা বাড়িটি দখল করবে জানিয়ে রনোকে বাড়ি ছাড়তে বলে এবং ভাড়াটিয়াদের বের করে পুরো বাড়ি খালি করে দেওয়ার কথাও বলে। পৈতৃক বাড়ি কেন ছাড়বে এ কথা বলার পর কিছু বুঝে উঠার আগেই তারা অতর্কিতে রনোর ওপর হামলা চালায়। হামলার নেতৃত্বদানকারী শরিফুল ইসলাম সেলিম তাকে প্রাণনাশের হুমকি দেয়। আর তার সহযোগী আতিকুল্লাহ যেকোনো উপায়ে জাল দলিল বানিয়ে হলেও রনোকে উচ্ছেদ করে তারা বাড়িটি দখল করবে বলে জানায়। এরপর থেকে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাংবাদিক রনো। তিনি নিজের বাড়ি রক্ষা ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ মহলের কার্যকর পদক্ষেপ কামনা করছেন সাংবাদিক আব্দুর রহিম রনো।