চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে করিম আলী (২২) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপেরহাট এলাকায় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। করিম আলী উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি তদন্ত সুমকোমল চন্দ্র দেবনাথ জানান, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন করিম। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরতর অবস্থায় জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে ।