আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লে. জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত ও ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সাবেক কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, ল.ে জনোরলে আহম্মদ তাবরজে শামস চৌধুরী এবং মজের জনোরলে হামদিুল হককে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা কর্মকর্তার বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করে বলে জানা গেছে।
লে. জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করার আদেশ কপিতে বলা হয়েছে, বাংলাদেশ আর্মি এ্যাক্ট সেকশন-১৬, আর্মি এ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশন্স (রুলস) ৭৮ (সি), ২৫৩(এ), ২৬১ এবং ২৬৯(এ) অনুযায়ি সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড(আরডক) মোমেনশাহী সেনানিবাসে কর্মরত লে. জেনারেল মোঃ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর চাকরি হতে বরখাস্ত করা হল। ১০ সেপ্টেম্বর (অপরাহ্ন) হতে অব্যাহতি এবং সেনাবাহিনীর সংখ্যা বহির্ভূত হবেন।
লে. জেনারেল মজিবুর রহমান এক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক ছিলেন। আর্টডকে দায়িত্ব পাওয়ার আগে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন তিনি। এই সেনা কর্মকর্তা ৪৬, স্বতন্ত্র ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।
অন্যদিকে লে. জেনারেল মোহাম্মদ সাইফুল আলম এক সময় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। সরকার পতনের পর সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। সেনাবাহিনীতে তার সর্বশেষ পোস্টিং ছিল ন্যাশনাল ডিফেন্স কলেজে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের আর্মি অ্যাক্ট সেকশন-১৮, আর্মি অ্যাক্ট (রুলস) ১২ (১), আর্মি রেগুলেশন্স (রুলস) ৭৮ (সি), ২৫৩ (সি) (২), ২৬১, সংশোধিত আর্মি রেগুলেশন্স (রুলস) ২৬২ (৪) ও ২৬৯ (এ), আর্মি রেগুলেশন্স (ইনস্ট্রাকশন্স) ১৬৮ (বি) এবং কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন-১৯৮১ এর বিধি-৯ (কে) অনুসারে প্রশাসনিক ব্যবস্থার আওতায় সেনাবাহিনীর চাকরি থেকে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর প্রদান করা হলো। এই আদেশ জারির তারিখ থেকে আগামী ১৫ দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে। বাধ্যতামূলক অবসরে যাওয়া অপর দুই কর্মকর্তার মধ্যে লে. জেনারেল শামস ছিলেন কোয়াটার মাস্টার জেনারেল (কিউএমজি) এবং মেজর জেনারেল হামিদুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক।