spot_img

‘নো হেলমেট, নো বাইক ড্রাইভিং’

‘নো হেলমেট, নো বাইক ড্রাইভিং’ ¯েøাগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক সচেতনতামুলক কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১২ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় রাজবাড়ী শহরের বড়পুল চার রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহায়তায় সড়কে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম শুরু হয়।
এ কার্যক্রমের উদ্বোধন, সড়কে চলাচলরত হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার শামীমা পারভীন। ট্রাফিক আইন যথাযথ মেনে মাথায় হেলমেট পড়ে মোটরসাইকেল চালানোর জন্য চালকদের আহবান জানান তিনি।
নবাগত পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো রাষ্ট্রীয় অপরাধ। মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে মোটরসাইকেল চালকরা সুরক্ষায় থাকবেন এবং তিনি বেঁচে থাকলে তার পরিবারটি নিরাপদ থাকবে।
তিনি আরো বলেন, আজকের এ কার্যক্রমের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ছিলো। আমরা প্রাথমিক পর্যায়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের সচেতন করছি। পরবর্তিতে আইন প্রয়োগ শুরু করবো।
ট্রাফিক পুলিশের এ কার্যক্রমে ডা: আবুল হোসেন কলেজ ও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রোভার গ্রæপের সদস্যরা অংশ গ্রহণ করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখারুল আলম (প্রধান), জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ