নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নজরুল ইসলাম খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনদিনের রিমান্ডে নিয়েছে। গতকাল বৃহ¯পতিবার দুপুরে নেত্রকোনার মডেল থানার পুলিশ নেত্রকোনার ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
কামাল হোসাইনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
উলে¬খ্য, গত বুধবার সকালে মেয়র নজরুল ইসলাম খানের বিমানযোগে ভারতে যাবার সময় ঢাকা বিমানবন্দরে তাকে আটক করা হয়। তার পরিবার জানায়, চিকিৎসার জন্য তার ভারতে যাবার কথা ছিল। গত বুধবার রাতেই তাকে ঢাকা থেকে নেত্রকোনা থানায় আনা হয়।
নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গত বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সাবেক এই মেয়রকে আটক করেন। মেয়রের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা রয়েছে।
এখানে উলে¬খ্য, সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। সাবেক মেয়র নজরুল ইসলাম খান নেত্রকোনা পৌরসভায় তিনবার নির্বাচিত মেয়র হন।