খুলনায় যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশুটার গান, তিনটি হাত বোমা, দুটি ফাঁকা ম্যাগজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গত বুধবার রাতে রূপসা উপজেলার খেজুরতলা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটক সন্ত্রাসী আসিফ মাহমুদ (২৯) ও তার সহযোগী শেখ মাহমুদ হাসানের (৩৮) বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. মুসফিক উস সালেহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে তারা জানতে পারেন, রূপসা উপজেলার খেজুরতলা ঘাট সংলগ্ন এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় কোস্ট গার্ড সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্ত্রাসী আসিফ মাহমুদ ও তার সহযোগী শেখ মাহমুদ হাসানকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা একটি অবৈধ বিদেশি নাইন এমএম পিস্তল এবং দুটি ফাঁকা ম্যাগজিন জব্দ করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরো কয়েকটি আস্তানা রয়েছে বলে জানা যায়। তাদের তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সঙ্গে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরো দুটি ওয়ান শুটার গান, তিনটি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক আসিফ মাহমুদ ও শেখ মাহমুদ হাসানকে জব্দকৃত অস্ত্রসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।