সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
এ ব্যাপারে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে রাতে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
এদিকে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। এদের মধ্যে মেহেদী হাসান চৌধুরী আদাবর থানা ও রিয়াজ মাহমুদ আয়নাল গাজীপুরের বাসন থানায় দায়ের করা হত্যা মামলার আসামী। গতকাল মঙ্গলবার তাদেরকে গ্রেফতারের পর ঢাকা ও গাজীপুরে পাঠানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।