spot_img

সংঘর্ষের পর আইডিয়ালের সাইনবোর্ড খুলে নিলো ঢাকা কলেজ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সংঘর্ষের জড়ায় কলেজ দুটি। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়। পাশাপাশি সায়েন্সল্যাব ও এর আশপাশের সড়কগুলেঅকে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়। বিশাল আকৃতির সাইনবোর্ড খুলে নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়।


এদিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়ান। একপর্যায়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পিছু হটলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালায়। কলেজটির বিশাল আকৃতির সাইনবোর্ড খুলে ঢাকা কলেজে নিয়ে এসে ভাঙচুর চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাইনবোর্ডটি প্রধান সড়ক দিয়ে নিয়ে যাচ্ছে। এসময় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। পরে তারা সাইনবোর্ডটি নিজেদের কলেজে নিয়ে ভাঙচুর করে। এসময় শিক্ষার্থীদের অনেককেই ভাঙচুরের ভিডিও ধারণ করতে দেখা যায়।
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, দুপুর দেড়টা থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ শুরু। তবে কী কারণে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ