spot_img

কোনো কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়নি: বিএফআইইউ

তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির হিসাবগুলোর লেনদেন স্থগিত করেছে কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। নির্দেশনার বাইরে গিয়ে তারা নিজ উদ্যোগে একাজ করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছে বিএফআইইউ। এতে বলা হয়, শেখ হাসিনা সরকার পতনের পর বিএফআইইউ কর্তৃক বেশ কিছু ব্যক্তি ও একক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করা হয়েছে। তবে কোন কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। তবে কিছু আর্থিক প্রতিষ্ঠান নিজ উদ্যোগে তা করায় কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদান, আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরণের কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় নেই, এবং যা মোটেই কাম্য নয়। উল্লেখ্য, রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, এখন পর্যন্ত কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশনা দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোন ব্যবসা প্রতিষ্ঠানের একাউন্ট ফ্রিজ করা হয়নি। যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক– তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থানে চলবে। তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা দিবে। কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে, হতে পারে কোন ব্যাংক নিজ থেকে অতি-উৎসাহিত হয়ে করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ