রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপার মার্কেট নগর প্লাজার দোকানের বিদ্যুৎ বিল ও পানি বিল বাবদ ৪৮ লাখ টাকা বকেয়া রেখে ওই টাকা লোপাট করেছে বলে অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসের আস্থাভাজন লোকজনের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকালে এই অভিযোগে ফুলবাড়িয়া সুপার মার্কেটের নগর প্লাজা ভবনের সামনে এক মানববন্ধন করেন মার্কেটটির ব্যবসায়ীরা।
মানববন্ধনে নগর প্লাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন রাজু বলেন, এই মার্কেটে ব্যবসার চেয়ে চাঁদা দিতে হত বেশি। এই মার্কেটে বিদ্যুতের অতিরিক্ত বিল আদায়, ওয়াসার পানি বিল নিয়ে পরিশোধ না করা, দোকান ডেকোরেশন করতে গেলে প্রতি লাখে ১০ হাজার টাকা দেওয়া, মাল লোড-আনলোডে চাঁদা দেওয়া, মার্কেটে এসি লাগালে ৩০ হাজার টাকা দাবি করাসহ ৪৮ লাখ টাকা লোপাট করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
তিনি আরও বলেন, এই টাকা লোপাটের ঘটনায় গেন্ডারিয়ার আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর হেলেনা আক্তার, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেন, ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক, দিলদার, সোহেল ও অনিকসহ আরো অনেকে জড়িত। আমরা চাচ্ছি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মার্কেট হোক। অর্ধ কোটি টাকা লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা গত ৫ আগষ্টের পর আত্মগোপনে রয়েছেন। তাদেরকে গ্রেফতারের দাবি জানান তিনি।