spot_img

পুরান ঢাকায় ওয়ার্ড কাউন্সিলরের সহায়তায় বাড়ি দখলের অভিযোগ

রাজধানীর পুরান ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সাইদের সহায়তায় পৈত্রিক বাড়ি জবর দখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন বংশালের মালিটোলা এলাকা পাপিয়া সুলতানা টুম্পা ও তার পরিবার।
পাপিয়ার ভাষ্য, তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তানরা কাউন্সিলর আবু সাইদের সহায়তায় তাদের বাড়ি দখল করেছে। দখল হয়ে যাওয়া বাড়িতে নিরাপদে বসবাস, সন্ত্রাসীদের হামলা ও হুমকি থেকে রেহাই পেতে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনারের সুদৃষ্টি কামনা করেছেন। গতকাল শনিবার দুপুরে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি।
সংবাদ সম্মেলনে পাপিয়া সুলতানা টুম্পা বলেন, তার বাবা আফজাল হোসেন নান্টু মোল্লা ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার দ্বিতীয় স্ত্রী পারভিন বেগম। বড় বোন সাজিয়া সুলতানা বিনু, বড় ভাই তুহিন হোসেন, ছোট ভাই পারভেজ আহমেদ রাজু ও আমি তার গর্ভের সন্তান।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর রাতে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলের সহায়তায় তার সৎ বোন বিলকিস সুলতানা মিনু এবং সৎ ভাই সমশের সালাউদ্দিন হারুন, চাচা মোহাম্মদ আলী ময়না তাদের ৯০, মালিটোলা রোডের পৈত্রিক বাড়িটি দখল করে নেয়। ঘটনার দিন রাতে থানা পুলিশ ও পরে ৯৯৯ এ ফোন করে কোনো সহায়তা মিলেনি। কারণ ওই রাতে কোনো পরিস্থিতিই ছিল না। সেই সুযোগটি দখলদার গ্রæপ নিয়েছে। তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পরিবারের অনেক সদস্য আহত হয়। হামলায় আমার মাথার বিভিন্ন স্থান জখম হয়। আমার ভাইয়ের হাত ভেঙ্গে যায়। এছাড়াও আমাদের পরিবারের অনেক সদস্য আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন। আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষায় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনারের সুদৃষ্টি কামনা করছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ