spot_img

কোতয়ালি থানায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে রাজধানীর কোতয়ালি থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রিকশা শ্রমিক রিপনের স্ত্রী শামীমা আক্তার ঝুমা।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সদরঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আসামীদের ছোঁড়া এলোপাথারি গুলিতে রিপন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করালে ওই দিন দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলার অন্যান্য আসামীরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জাহাঙ্গীর আলম, কোতয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন জনি, ইমন হোসেন রনি, আরিফ হোসেন ছোটন, শওকত হোসেন, খোকন হাওলাদারসহ আরও দুই-আড়াই’শ অজ্ঞাত ব্যক্তি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ