spot_img

বন্যার্ত শিশুদের জন্য বটতলার নাটক ‘বন্যথেরিয়াম’

গত ২৭ আগস্ট ছিলো নাটকের দল বটতলার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে দলটি এবার অনাড়ম্বরভাবে পালন করেছে প্রতিষ্ঠাবার্ষিকী।
এবার দলটির বর্ষপূর্তির ¯েøাগান ছিলো ‘জুলাইর গণঅভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে, সর্বপ্রাণের মুক্তির লড়াইয়ে নিশঙ্ক চিত্তের গাই জয়গান’।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বন্যার্তদের স্মরণে গতকাল শুক্রবার বটতলা মঞ্চায়ন করলো নাটক ‘বন্যথেরিয়াম’।
সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হলো এই শিশুতোষ নাটকটি।
সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে বন্যথেরিয়ামের নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন ইভান রিয়াজ।
এ নাটকের গল্পে দেখা যায়, প্রাণীবিজ্ঞান সংস্থা ওয়াইল্ড ভিশন এক অদ্ভুত প্রজাতির ট্যাঁশ গরুর সন্ধান পায়। এরপর সেটাকে ধরে নিয়ে আসে কোম্পানির প্রেসিডেন্ট হারুর নির্দেশে। এমন অদ্ভুত আর বিরল বন্য প্রাণীর সন্ধান ওয়াইল্ড ভিশনকে এনে দেয় খ্যাতি। খবর পেয়ে ছুটে আসে বন্য প্রাণী ব্যবসায়ী মিস হুক্কি; সে আরও ট্যাঁশ গরুর সন্ধান চায়। এরই মধ্যে আরও অদ্ভুত বন্য প্রাণী আর প্রকৃতির সন্ধান নিয়ে আসে বিখ্যাত গবেষক প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের ভাগনে চন্দ্রখাই। তার কাছে প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের অদ্ভুত অভিযানের কাহিনী শুনে হারু আর মিস হুক্কি রোমাঞ্চিত হতে থাকে। নতুন ব্যবসার ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে ভেবে উৎফুল্ল হয় তারা। তখন তারা অক্সিজেন, খাদ্যচক্র আর পরবর্তী প্রজন্মের কথা ভুলে স্বপ্ন দেখতে শুরু করে সবুজ প্রকৃতিকে ধূসর করে মুনাফা লাভের আশায়। আর চন্দ্রখাইও গল্পের ছলে পৌঁছাতে থাকে তার চূড়ান্ত উদ্দেশ্যে।
নাটকটি নিয়ে নির্দেশক ইভান রিয়াজ বলেন, তখন ২০১৬ সাল। রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনবিনাশী বিভিন্ন প্রকল্প বাতিলের পক্ষে বাংলাদেশের জনগণের আন্দোলন রাজপথে প্রবল আকার ধারণ করেছে। ঠিক সে মুহূর্তে হাতে এল সুকুমার রায়ের হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি। ভিন্নধর্মী তো বটেই, প্রাণপ্রকৃতি নিয়ে একটি গল্প উপস্থাপন করা যাবে ভেবে চোখ আটকে থাকে এই রচনাতে। এভাবেই হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি থেকে তৈরি হলো নতুন এক গল্প বন্যথেরিয়াম।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মাহবুব মাসুম, মোহাম্মদ আলী হায়দার, সুমিত তেওয়ারি রানা, আশরাফুল ইসলাম অশ্রু, তৌফিক হাসান ভ‚ঁইয়া, হাফিজা আক্তার ঝুমা, জয়নব হাসার ইথার, জেঈরান জুহী, লোচন পলাশ, সবুজ সরকার, কাজী রোকসানা রুমা, শাহাদাৎ হোসেন, আফনান রহমান, অন্তু চন্দ্র নাথ, ফিরোজ শেখ, মনিরা খাতুন সৃষ্টি প্রমুখ।
টিকেট বিক্রির সকল টাকা বন্যার্ত শিশুদের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছে নাটকের দল বটতলা।
নাটক মঞ্চায়নের আগে বিকাল ৪টা থেকে মহিলা সমিতির বহিরাঙ্গনে অনুষ্ঠিত হয় ‘ড্র উইথ কার্টুন পিপল’ শীর্ষক শিশুদের জন্য বিশেষ আর্টক্যাম্প।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ