ফটোগ্রাফি মানেই অন্যরকম ভালোবাসা। ফটোগ্রাফি একটি আর্ট, একটি প্রতিভা। এটা এমন এক প্রতিভা যার মাধ্যমে সাধারণ চোখ যেটা দেখতে পায় না, একজন ফটোগ্রাফার তার আলোকচিত্রের মাধ্যমে সেটা দৃশ্যমান করে তোলে। ছবি একটা প্রেক্ষাপটকে অঙ্কণ করে, চিন্তার দৃষ্টিকোনকে নির্দেশ করে। বদলে ফেলতে পারে চিন্তার পটভ‚মি। বাংলাদেশ, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার দশ জন তরুণ আলোকচিত্র শিল্পী আশিমা রাইজাদা, যতীন গুলাটি, রিতিকা শর্মা, কুঙ্গা তাশি লেপচা, রিনোশান সুসিমন, অনিরুদ্ধ সরকার এবং আরশাদুল হক রকি তাদের যৌথ নির্মাণের মধ্য দিয়ে যেন তা-ই করলেন। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারির এক ছাদের নীচে প্রদর্শিত হলো তারণ্যের এসব মুগ্ধতা ছড়ানো সুন্দর।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীটির উদ্বোধন করলেন শিল্পী ও সমালোচক মোস্তফা জামান এবং শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ। মূর্তি নায়ক ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মশালার সহযোগিতায় ছিল ফটো সাউথ এশিয়া।
‘বিয়ন্ড দা গেজ’ প্রদর্শনীটি ছয় মাসব্যাপী কর্মশালার অংশ। যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার দশ জন তরুণ আলোকচিত্রী। আশফিকা রহমানের উদ্যোগে কর্মশালাটির পরিচালনায় ছিলেন ভারতের সৌম্য সরকার বোস, বাংলাদেশের আশফিকা রহমান এবং সম্পাদনা করেছেন ভারতের তানভি মিশ্রা।
প্রদর্শনীতে শিল্পীরা জীবনের অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস, রাষ্ট্রীয় কাহিনী, গল্প, পৌরাণিক কাহিনী এবং সম্মিলিত স্মৃতির মাধ্যমে এই আকর্ষনীয় বিষয়গুলো অনুসন্ধান করেছেন। এই দলীয় প্রদর্শনী সময়ের একেকটি প্রতিচ্ছবি, যেখানে উত্তরাধিকার, পরিচয়, দৃষ্টি, নিয়ম, সিস্টেম এবং নিজেকে একটি নির্দিষ্ট প্রথার বাইরে কল্পনা করা হয়েছে। নতুন দৃষ্টিভঙ্গিতে যে গল্পের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে বর্তমান পরিস্থিতিকে।
প্রদর্শনী চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। প্রদর্শনীর দরজা সবার জন্য খোলা।