spot_img

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তা চাইলেন সোহেল তাজ

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বুধবার রাতে তার পথে বাধা দেওয়াসহ এর আগেও ফোনে হুমকি পাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এ নিরাপত্তা আবেদন করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে আসেন সোহেল তাজ। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সোহেল তাজ জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা তার আবেদনের বিষয়টি দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়া ক্যান্টনমেন্টের মধ্যে তার পথরোধ করায় সেনাবাহিনী প্রধানের কাছেও অভিযোগ করা হবে বলে জানা তিনি। তার ব্যক্তিগত এবং পারিবারিক পরিচয়ের কারণে এটি একটি দুরভিসন্ধি বলেও উল্লেখ করেন তিনি।
এসময় তিনি রাজনীতিতে ফেরা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। বলেন, দেশের এই নোংরা-পচা, গলিত রাজনীতিতে আর কখনো ফিরবেন না তিনি।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশাও তাদের কাছে বেশি। অন্তর্র্বতী সরকারকে অভিনন্দন। তবে সরকারের প্রথম দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। প্রত্যেক মানুষের নিরাপদ নিশ্চিত করা।
সোহেল তাজ বলেন, কোনো সরকারের সময়ই ঘটে যাওয়া গুম, বিচার-বহির্ভূত হত্যা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগসহ সব দলেরই আত্ম সমালোচনা করা উচিত। তবে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই দোষী নয়। বিষয়গুলো নিয়ে আরও সচেতন হওয়া জরুরি। সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, বুধবার রাত ১১ টার দিকে সংসদ ভবন এলাকা থেকে সোহেল তাজ গাড়িতে করে রওনা দেয়ার পর মোটরসাইকেলে এক ব্যক্তি তার গাড়ি অনুসরণ করে। ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর ওই মোটরসাইকেল দিয়ে সোহেল তাজের গাড়িটি থামানো হয়। এরপরই সোহেল তাজের সঙ্গে ওই ব্যক্তি কথা বলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ