spot_img

পুলিশের সহকারী কমিশনার সাত দিন ধরে নিখোঁজ

সাত দিন ধরে নিখোঁজ সহকারী পুলিশ কমিশনার (এসি ডিবি গুলশান) ইফতেখার মাহমুদ। বাসা থেকে বের হওয়ার পর কোনো সন্ধান না পেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়ে সন্ধান চেয়েছেন তার স্ত্রী সাবা তাহসিন। বিমানবাহিনীর কর্মকর্তার কাছে রেখে আসা নিজের নামে ইস্যু করা অস্ত্র ফিরে আনতে গিয়ে নিখোঁজ হন তিনি।
চিঠির বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, ইফতেখার ভালো আছে। নিরাপদ স্থানেই আছে। দু-এক দিনের মধ্যে তাকে ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে ইফতেখারের স্ত্রী জানিয়েছেন, ৫ আগস্ট সরকার পতনের দিন ইফতেখার মাহমুদ বাড্ডা থানায় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। সরকার পতনের খবরের পর সারাদেশে পরিস্থিতি খারাপ হতে থাকলে কোনো রকম প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ইফতেখার। তখনো তার কাছে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র ছিল। পরবর্তী সময়ে ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ক্যান্টনমেন্ট এলাকায় বিমানবাহিনীর এক কর্মকর্তার কাছে আশ্রয় নেন। বিমানবাহিনীর ফ্যালকন টাওয়ার থেকে ১১ আগস্ট তিনি বাসায় ফিরে আসেন। এর আগে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রটি স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের হেফাজতে রেখে আসেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অফিসের কার্যক্রম শুরু হলে ১২ আগস্ট আগ্নেয়াস্ত্রটি ফেরত নেওয়ার জন্য আবদুল্লাহ ইবনে আলতাফকে অনেকবার ফোনকল এবং মেসেজ দেন। কিন্তু তিনি কোনো উত্তর দেননি। এক দিন পর একটি মাধ্যমে জানতে পারেন, অপ্রত্যাশিত ঘটনা বসত এই বিমানবাহিনীর অফিসার হাউস অ্যারেস্ট রয়েছেন। তখন ইফতেখারের ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রটি আব্দুল্লাহ ইবনে আলতাফের কাছে থাকার কারণে চিন্তিত হন তিনি। পরবর্তী সময়ে ১৭ আগস্ট আগ্নেয়াস্ত্র হারিয়ে যাওয়ার বিষয় উল্লেখ্য করে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন ইফতেখার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ