spot_img

ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ত্রাণ বিতরণ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক বিজিবির হেলিকপ্টার যোগে বন্যাকবলিত ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান। সেখানে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে হেলিকপ্টার যোগে তারা নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে অবতরণ করেন এবং বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সোমবার দুপুরে বিজিবির সরাইল রিজিয়ন ও কুমিল্লা সেক্টরের তত্ত¡াবধানে বুড়িচং সোনার বাংলা কলেজে বন্যাদুর্গত অসহায় ৫শ’টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। এসময় তারা বর্ডার গার্ড হাসপাতালে বন্যাদুর্গত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।
উল্লেখ্য, মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত বুড়িচংয়ে ২০০ জন পুরুষ, ২০০ জন মহিলা এবং ১২০ জন শিশুসহ মোট ৫২০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।
বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিজিবি মহাপরিচালক ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি সদর দপ্তর, সরাইল রিজিয়ন, কুমিল্লা সেক্টর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ