চাকরী স্থায়িকরণের দাবিতে গতকাল রবিবার দিনভর সচিবালয় ঘেরাও করে রাখে অনিয়মিত আনসার সদস্যরা। তাদের চলমান ঘেরাও কর্মসূচি চলাকালে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ দুই পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। এর আগে রবিবার সকালে অনিয়মিত আনসার সদস্যরা খিলগাঁওয়ে আনসার সদর দফতর ঘেরাও করে। পরে দুপুরে তাদের দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে অবস্থান নেয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল দেখা করে।
এদিকে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে যে সচিবালয়ে অনিয়মিত আনসার সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে যে দুজন উপদেষ্টা হয়েছেন, তাদের কার্যালয় ঘেরাও করে রেখেছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র লাঠিসোটা নিয়ে ক্যাম্পাস থেকে মিছিল করতে করতে সচিবালয়ের দিকে যায়। এরপরই সেখানে আনসারদের সঙ্গে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সচিবালয় এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সচিবালয় এলাকায় আনসার সদস্য ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছিলেন। তাদের দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।