spot_img

হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহবান নরেন্দ্র মোদির

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহবান জানিয়েছেন।
বাংলাদেশের সা¤প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মোদি বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যা হয়েছে তা নিয়ে উদ্বেগের বিষয়টা আমি বুঝি। আমি আশা করব দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি বলেন, ১৪০ কোটি ভারতবাসী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বিগ্ন। তারা চাইছেন, বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। তিনি বলেন, ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন ও বিকাশের জন্য আমাদের শুভকামনাই থাকবে। কারণ আমরা মানবতার পক্ষে। খবর এনডিটিভির।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ