spot_img

সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার শুনানি অবকাশের পর

বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের উপর করা রিভিউ পিটিশনের শুনানি পিছিয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর এই রিভিউ পিটিশনের শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এম. আসাদুজ্জামান ও বিবাদী পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ত বক্তব্য রাখেন। মনজিল মোরসেদ জানান, সরকারের করা রিভিউ পিটিশন দীর্ঘদিন শুনানি হয় নাই। নতুন প্রেক্ষাপটে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। অন্যান্য বিচারকরা নতুন নিয়োগ পেয়েছেন। সেজন্য আমি এটা উত্থাপন করেছি। অ্যাটর্নি জেনারেল বললেন ওনাদের একটু ইনস্ট্রাকশন দরকার আছে। উনিও নতুন নিয়োগপ্রাপ্ত। তখন কোর্ট বলছে, এটা শুনবেন। তবে সেটা সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির এক সপ্তাহ পর।
জাতীয় সংসদ কর্তৃক বিচারপতি অপসারন সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের নয় আইনজীবী। ২০১৬ সালের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। ২০১৭ সালের ৩ জুলাই সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। আপিল বিভাগের ঐ রায়ের ফলে সংসদের হাতে উচ্চ আদালতের বিচারপতি অপসারণের যে ক্ষমতা দেওয়া হয়েছিলো তা বাতিল হয়ে যায়। এই রায় পুন:বির্বেচনা চেয়ে ঐ বছরের ২৪ ডিসেম্বর রিভিউ পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ