spot_img

ঢাকা ওয়াসার এমডি তাকসিম ও চেয়ারম্যান সুজিত বালার পদত্যাগ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। গতকাল বৃহস্পতিবার এ কে এম সহিদ উদ্দিনকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আগের এমডি তাকসিম এ খান ও চেয়ারম্যান প্রকৌশলী সুজিত কুমার বালা। তারা স্থানীয় সরকারের সচিব বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন। এর পরিপ্রেক্ষিতেই স্থানীয় সরকার মন্ত্রণালয় জৈষ্ঠতার ভিত্তিতে ওয়াসার এমডি হিসেবে একে এম সহিদ উদ্দিনকে নিয়োগ প্রদান করেন। উল্লেখ্য, ২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ