spot_img

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার ও ফাওজুল কবির খানসহ কয়েকজন শপথ নেবেন

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ছে। আজ শুক্রবার বিকালে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন আরও কয়েকজন। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, চার থেকে পাঁচজন নতুন উপদেষ্টা আজ শপথ নিতে পারেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গতকাল বৃহস্পতিবার ইত্তেফাককে বলেন, ‘শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে কতজন নতুন উপদেষ্টা হচ্ছেন, কারা হচ্ছেন এবিষয়ে জানা নেই।’ জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদেরকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। কয়জন উপদেষ্টা হবেন, সেটা তারা জানেন না। উলে­খ্য, এ ধরনের ক্ষেত্রে সবসময়ই অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়। তাই গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ণয় করা সম্ভব হয় না।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা। আলী ইমাম মজুমদার সাবেক মস্ত্রিপরিষদ সচিব, উপদেষ্টার পদমর্যাদায় গত সোমবার তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর আলম বাংলাদেশ রাইফেলসের (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদের্শে (বিজিবি) সাবেক মহাপরিচালক। আর মুহাম্মদ ফাওজুল কবির খান সাবেক সচিব।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আর উপদেষ্টা রয়েছেন ১৬ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ