spot_img

আওয়ামী লীগ নিষিদ্ধ, একগুচ্ছ দাবি গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন, সারা দেশের এসপি-ওসিসহ প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তন করার দাবি জানিয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করে এসব দাবি জানিয়েছেন। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির ১০ জন নেতার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গণঅধিকার পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেসব দাবি প্রস্তাবনা আকারে দিয়েছে, সেগুলো হলো, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।
সব জেলায় নতুন পুলিশ সুপার ও থানায় নতুন ওসি নিয়োগ দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। সেই সঙ্গে দাবি করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, পুলিশের বিভাগীয় ডিআইজিসহ দলবাজ কর্মকর্তাদের চাকরিচ‚্যত করে দুর্নীতি-দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে।
চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘেœ-নিরাপত্তার সাথে কাজ করাসহ দ্রæত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতি থানায় ১০ জন করে সেনা সদস্য নিয়োগ করা জরুরি বলে মনে করে গণঅধিকার পরিষদ। তাদের দাবি, পাসপোর্ট ও ইমিগ্রেশনসহ পুলিশের সর্বস্তরের ঘুষ-দুর্নীতি মুক্ত করে জনবান্ধন পুলিশি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পুলিশের কোনও সদস্যের বিরুদ্ধে যেকোনও অসদাচরণ, দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠলে এক মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে আরও বলা হয়, বৈধ অস্ত্র জমা নেওয়াসহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে।
এছাড়া বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যূতদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ি নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়ারও দাবি জানানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদের সবাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রতিনিধি দলে আরো ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আব্দুজ জাহের, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ