spot_img

হত্যাকান্ডে জড়িতদের বিচারের সিদ্ধান্ত

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকান্ড ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রæত বিচারের আওতায় আনার ব্যবস্থা করাসহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গতকাল শনিবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে আইন উপদেষ্টার আহŸানে ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের শপথের পর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গতকালই প্রথম সচিবালয়ে যান। মামলাজট কমানোর লক্ষ্যে সভায় ওই পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় গৃহীত অন্য চারটি সিদ্ধান্ত হলো, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হবে; শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের ৩ কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা; সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে (সরকারি আইনগত সহায়তার টোল ফ্রি জাতীয় হেল্পলাইন নম্বর) মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
সভায় শুচনা বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, স্বাধীনতা যুদ্ধের পরে এতবড় গণআন্দোলন আর কখনো হয়নি। এই গণআন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তা মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত চেহারা। শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধর্ম, গোষ্ঠী ও বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে তাৎপর্যপূর্ণ ভ‚মিকা পালন করার অনুরোধ করেন তিনি। সভার দ্বিতীয় পর্বে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা। সেখানেও বৈষম্য ও শোষণহীণ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, কর্মকর্তাদের সততার সঙ্গে দ্রæত কাজ করার মিশনে নামতে হবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের মাধ্যমে সফলতা পাওয়া ছাত্র-জনতার আন্দোলনে কয়েকশ ছাত্র-জনতা নিহত হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ