spot_img

বাংলাদেশ পেলাম সেটি গড়ার দায়িত্বও আমাদের — ড. মুহাম্মদ ইউনূস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,আবু সাঈদ যে স্বপ্নের জন্য বুক পেতে দিয়েছিল তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের।এটা গোটা জাতির কর্তব্য।আমি শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম আর চলে গেলাম তা না। আবু সাঈদের জন্য আমরা যে নতুন বাংলাদেশ পেলাম সেটি গড়ার দায়িত্বও আমাদের।
শনিবার (১০ আগস্ট) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতসহ তার পরিবারের সঙ্গে দেখা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটি মুক্তির জন্য আবু সাঈদ বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। ছবি দেখলে বিশ্বাস করা যায় না। একটা মানুষ বন্দুকের সামনে হাত উঠিয়ে দাঁড়িয়ে বলছে মারেন। গুলি করেছে, একটু হেলে উঠে আবার দাঁড়িয়েছে। পরে আবার একটা গুলি করেছে। আবু সাঈদ এখন পীরগঞ্জের না তিনি এখন সারা বিশ্বের। তাকে নিয়ে এখন কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে। মানুষ তাকে সারা জীবন স্মরণ করবে।
তিনি বলেন, আর যেন দেশে কোথাও গোলযোগ না হয়। আমরা এ মাটির সন্তান। আমরা দেশ নিয়ে পার্থক্যকারীদের বিরুদ্ধে দাঁড়াব। আমরা আমাদের ভাই, বোন, মা, বাবাকে রক্ষা করব।এটা আবু সাঈদের বাংলাদেশ। দুই বাংলাদেশ নেই। এতে কোনো ভেদাভেদ নেই।আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সন্তান। আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ