বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ‚্যত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে তাদের পোশাক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিচ‚্যত পুলিশ সদস্যরা। একইসঙ্গে চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে পুলিশ সদরদপ্তরের সামনে বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ‚্যতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে চাকরিচ‚্যত পুলিশ সদস্যদের সমন্বয়ক চাকরিচ‚্যত উপ-পরিদর্শক (এসআই) তৌহিদ দাবি করেন, বিভিন্ন কারণে বিগত সরকারের আমলে নানাভাবে আমাদের হয়রানি করে চাকরিচ‚্যত করা হয়েছে। কেউ ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার কারণে, কেউবা আবার কোনো পোস্টে কমেন্ট করে চাকরিচ‚্যত হয়েছেন। এসব কারণ ছাড়াও বিভিন্ন জনকে চাকরিচ‚্যত করা হয়েছে। অনেক সসদস্যদের নামে মাদক সেবনের অভিযোগ তুলে চাকরিচ‚্যত করা হয়েছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা এ বৈষম্য চাই না। জনগণের পুলিশ হয়ে আমরা কাজ করতে চাই।
তিনি আরো বলেন, আমরা বৈষম্য চাই না। আমরা চাই আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের পোশাক ফেরত চাই। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামবো। হয় আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে না হলে বিষ কিনে দিতে হবে।
এদিকে দুপুর ১টার পর মানববন্ধন কর্মসূচি শুরু হলে তাদের ডাক দেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। এরপর আন্দোলনরত মধ্য থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ সদরদপ্তরে প্রবেশ করে। এ সময় মানববন্ধন সাময়িক স্থগিত করা হয়। প্রতিনিধি দল পুলিশের আইজির কাছে তাদের দাবি উত্থাপন করে।