spot_img

জাসদ কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে আম্বিয়া গ্রæপ

হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে কয়েক বছর আগে এই দল থেকে বের হয়ে নতুন দল গঠনকারী আরেকটি অংশ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত এই কার্যালয়টি থেকে ইনুর নেতা-কর্মীদের হটিয়ে গতকাল শনিবার এর নিয়ন্ত্রণ নিয়েছে শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন ‘বাংলাদেশ জাসদ’।
ইনুর নেতৃত্বাধীন জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করেন, দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জাসদের রাজনৈতিক প্রতিপক্ষের মদদে মোহন রায়হান ও নাজমুল হক প্রধান ‘কতিপয় দুর্বৃত্তকে’ সাথে নিয়ে শনিবার বিকাল সাড়ে চারটায় তালা ভেঙ্গে কার্যালয়ে ঢুকেন। কম্পিউটার, ল্যাপটপসহ অফিসের ব্যবহার্য সামগ্রী খোয়া যাওয়ারও অভিযোগ করেন তিনি। জাসদ অফিস বেদখলের অপচেষ্টার নিন্দা জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহŸান জানান সাজ্জাদ।
অভিযোগের বিষয়ে শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন ‘বাংলাদেশ জাসদ’-এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গতকাল সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, ‘হ্যাঁ, আমরা কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে এখন এখানেই আছি। ৭২, ৭৩ সালের জাসদের নেতারা আমাদেরকে অনুরোধ করেছেন- আমরা যেন এখানে এসে কার্যালয় বুঝে নিই। আমাদেরকে কেউ বাধা দেয়নি। বরং, এখানকার লোকজন আমাদেরকে চাবি দিয়ে বলেছে- এর আগে এখানে ভাংচুর হয়েছিল, আগুন দেওয়ার চেষ্টাও হয়।’ প্রধান বলেন, কার্যালয় থেকে জিনিসপত্র চুরি বা খোয়া যাওয়ার অভিযোগ একদম অসত্য। বাংলাদেশ জাসদ আজ রবিবার এই কার্যালয়ে দলীয় সভা ডেকেছে বলেও জানান নাজমুল হক প্রধান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ