spot_img

এক কার্টন গুলি পড়ে ছিল ডাস্টবিনে

রাজধানীর কদমতলী থানা এলাকার মোহাম্মদবাগের একটি ডাস্টবিনে এক কার্টন গুলি পড়েছিল। শুক্রবার রাত ১১ টার দিকে মোহাম্মদবাগের আদর্শ কলেজের পাশে একটি ডাস্টবিন থেকে গুলিভর্তি এই কার্টন উদ্ধার হয়। কার্টনে ৬৭০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ছিল।
স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন জানান, তিনি পেশায় একজন ঠিকাদার। রাত ১১ টার দিকে তিনি হেঁটে বাসায় যাচ্ছিলেন। আদর্শ কলেজের পাশে একটি খোলা ডাস্টবিনে দেখতে পান একটি কার্টন পড়ে আছে। কাছে গিয়ে কার্টন নিয়ে দেখতে পান এর ভিতর গুলি। পরে তিনি সেটি বাসায় নিয়ে যান। শনিবার সকালে সাংবাদিক শাহেদকে সঙ্গে নিয়ে তিনি সেটি জমা দিতে যান কদমতলী থানায়। কিন্তু থানার কার্যক্রম শুরু না হওয়ায় তিনি দনিয়া কলেজের সেনাবাহিনীর ক্যাম্পে যান। ওই ক্যাম্পের ক্যাপ্টেন সাকিবের কাছে গুলিভর্তি কার্টনটি জমা দেন।
দনিয়া কলেজ সেনা ক্যাম্প সূত্র জানায়, ৬৭০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিগুলো অব্যবহৃত (ইনট্যাক্ট) এবং তাজা। এসব গুলি পুলিশ ব্যবহার করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ