নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে যাত্রা শুরু করা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয়-দপ্তর বণ্টন করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের তিনদিনের মাথায় বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরদিন গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার উপদেষ্টাদের মাঝে মন্ত্রণালয়-দপ্তর বণ্টন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী- প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন, বিদ্যুৎ ও জনপ্রশাসনসহ ২৭টি মন্ত্রণালয়-বিভাগ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দায়িত্বে রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রয়েছে- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভ‚মি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আর শপথ গ্রহণকারী ১৩ উপদেষ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাক্তন নির্বাচন কমিশনার ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মানবাধিকারকর্মী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রাক্তন তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পলী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র; পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নির্বাচন পর্যবেক্ষক ও অধিকার ভিত্তিক সংগঠন ‘ব্রতী’র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা শারমীন এস মুরশিদকে দেওয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
ইসলামি চিন্তাবিদ ড. আ.ফ.ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, উন্নয়নকর্মী ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ এবং গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আর এ সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এর তিনদিনের মাথায় বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা রয়েছেন ১৬ জন। তবে বিধান রঞ্জন, সুপ্রদীপ চাকমা ও ফারুকী আজম ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার শপথ নিতে পারেননি। পরবর্তীতে তারা শপথ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।