spot_img

সহিংসতায় আহতদের মধ্যে আরো ৫ জনের মৃত্যু

রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহতদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন রয়েছেন যারা সহিংসতার সশয় যাত্রাবাড়ী থানায় আসামী হিসাবে বন্দী ছিলেন। থানায় আগুন দেয়ায় ওই তিন জন অগ্নিদগ্ধ হন। তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়া আহত অবস্থায় এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ৩ আগস্ট গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত (২২) এক যুবককে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে আইসিইউতে ওই যুবক মারা যান। পরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সহিংসতা চলাকালে ৪ আগষ্ট মগবাজার ওয়ারলেস গেটে একদল দুর্বৃত্ত ইমরান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, গত ৫ আগষ্ট সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ জনতা যাত্রাবাড়ী থানা ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। ওই সময় থানার হেফাজত সেলের মধ্যে তিন জন আসামী বন্দী ছিলেন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করে। তবে তাদের নাম পরিচয় শনাক্ত হয়নি। গতকাল বিকালে বেওয়ারিশ হিসাবে ওই তিন লাশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গ্রহণ করে। লাশ তিনটির ডিএনএ নমুনা রেখে আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দেয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ