বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। গত বুধবার ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে গত রবিবার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহŸান জানানো হয়। এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের জরুরি নন এমন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরে যাচ্ছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক খবরে বলা হয়েছে, ১৯০ জন দূতাবাস কর্মী ও ক‚টনীতিকদের পরিবারের সদস্য ফিরে গেছেন। তারা স্বেচ্ছায় ভারতে ফিরেছেন। গত বুধবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে তারা ঢাকা ত্যাগ করেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ক‚টনৈতিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন। তবে হাইকমিশনের কার্যক্রম সচল রয়েছে এবং শীর্ষ ক‚টনীতিকদের একটি টিম এখন ঢাকায় আছেন। বাংলাদেশে যে ভারতীয়রা আছেন, তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।