spot_img

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে জামায়াত আমির

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে ডা.শফিকুর রহমান বলেন,কোনো বাহবা বা রাজনৈতিক ফায়দার জন্য আমরা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছি না,মানুষ হিসেবে মানুষের পাশে থাকার জন্য আমরা এ কাজে নেমেছি। আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো জামায়াতকে অনুভব করেন সেটাই হবে আমাদের শ্রেষ্ঠ উপহার। তখন যেন আমরা প্রত্যাশা অনুযায়ী সাড়া দিতে পারি। তিনি বলেন,দেশের কোনো জায়গায় জামায়াতে ইসলামী বা ছাত্র সংগঠনের যারা আমাদের সঙ্গে কাজ করেন তারা যদি দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কিছু করেন তাহলে তিনি হবেন দুর্বৃত্ত। আমাদের সুনির্দিষ্ট করে বলবেন। তখন দেখবেন আমরা কী করি, কী করব সেটাও জানবেন। আমরা সঠিক পথে থাকলে পরিবেশ ও মানুষ সাক্ষ্য দেবে। আমরা বিশেষভাবে এই পরিস্থিতিতে আপনাদের একটা বিষয়ে সহযোগিতা চাইতে এসেছি,ঢাকাসহ সারাদেশে আমাদের নামে,আমাদের ব্যানারে,আমাদের ¯েøাগান ব্যবহার করে কোনো দুর্বৃত্ত অপকর্ম করছে কি না আমাদের জানাবেন। যদি কেউ কিছু করে এমন তথ্য আমাদের জানাবেন। আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় দেব না, বরং সেই দুর্বৃত্তকে সমুচিত জবাব দিয়ে দেব।
এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, মুহা. কামাল হোসাইন ও ড. আবদুল মান্নান প্রমুখ।
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহŸান:
এদিকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহŸান জানিয়েছেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের সঙ্গে সাক্ষাতের পর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ আহŸান জানান তিনি। এদিন ঢামেক হাসপাতাল পরিদর্শনকালে আহতদের চিকিৎসার খোজ-খবর নেন জামায়াতের আমির। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিহিংসার বদলে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহŸান জানিয়ে বলেন, যারাই এসব কর্মকাÐের সঙ্গে জড়িত তারা কোনো দল বা আন্দোলনকারী হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে ছাত্রদের প্রতি দলের সমর্থন রয়েছে জানিয়ে ড. শফিকুর রহমান বলেন, ছাত্রদের তালিকাকে জনগণের তালিকা মনে করে জামায়াত। এ সময় আমন্ত্রণ পেলে অন্তর্র্বতীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন জামায়াতের আমির।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ