spot_img

বিএনপির জাতীয় ঐক্যের আহŸানে সাড়া দিল ৩৪টি রাজনৈতিক দল

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা জাতীয় ঐক্যে’র আহŸানে সম্পৃক্ত হওয়ার সম্মতি,সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে ৩৪ টি রাজনৈতিক দলটি। এর মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকরা ছাড়াও যুগপতের বাইরের কয়েকটি দলও রয়েছে। গত কয়েকদিনে দিনে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানায় দলগুলো। ঐক্যের ডাকে সাড়া দেয়া দলগুলো হলো:শনি,রবি,সোমবার এবং গতকাল রবিবার এই বিবৃতিগুলো দেয় বিভিন্ন দল এবং জোট। এর মধ্যে সর্বশেষ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে বলেন,এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব ‘জাতীয় ঐক্যের’ যে আহŸান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং ‘জাতীয় ঐক্যে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি। এর আগে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট (১২ দল), জাতীয়তাবাদী সমমনা জোট (১১ দল),বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস্ পার্টি-বিডিপিপি, খেলাফত মজলিস,বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, নূরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ ও কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ,গণফোরাম,বাংলাদেশ লেবার পার্টি এবং তৃণমূল জাতীয় পার্টি সমর্থন জানিয়েছে। এর বাইরে যুগপৎ আন্দোলনের অন্য দল এবং জোটও সমর্থন জানাবে বলে জানা গেছে। সরকার পতনের একদফা দাবিতে বিরোধী সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনার লক্ষ্যে শুক্রবার ‘জাতীয় ঐক্যে’র আহŸান জানিয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি এই আহŸান জানান। পরদিন কর্নেল (অব.) ড. অলি আহমেদ’র লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, ১২ দলীয় জোটে ১২টি জাতীয়তাবাদী সমমনা জোটে থাকা ১১টি রাজনৈতিক দল সমর্থন জানায়। এছাড়াও সমর্থন জানিয়েছে ববি হাজ্জাজের এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য ও তৃণমূল জাতীয় পার্টি। জানা গেছে,দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকারবিরোধী আন্দোলনে যেতে চায় বিএনপি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সামনে রেখেই ঘুরে দাঁড়াতে চায় দলটি। একই সঙ্গে চলমান আন্দোলনকে ঘিরে হতাহত সাধারণ ছাত্র-জনতা ও গ্রেপ্তারকৃতদের সার্বিক তথ্য-উপাত্ত বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করছে বিএনপি। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট ঘটনাপ্রবাহের পূর্ণাঙ্গ তথ্যসংবলিত প্রতিবেদন জাতিসংঘ, গুরুত্বপূর্ণ দেশ ও সংস্থার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে রাখায় দেশের সবকিছু বিচ্ছিন্ন ছিল। দলীয় কার্যালয়গুলোতে অভিযান চালিয়ে পুলিশ সব নিয়ে গেছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এগোবে বিএনপি। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে সাধারণ শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক নানা পেশার মানুষ হতাহত হন। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীসহ শিক্ষার্থীদের নির্বিচারে গ্রেপ্তার ও সরকারের বিভিন্ন কৌশলকে সামনে রেখে নতুন করে নিজেদের অবস্থান নিতে শুরু করেছে বিএনপি। উদ্ভূত পরিস্থিতিকে দেশ ও জাতির ‘ক্রান্তিকাল’ আখ্যা দিয়ে সরকার পতনের এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যের ডাক’ দিয়েছে দলটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ