spot_img

বাবার কবরে শায়িত হলেন শাফিন

চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। গতকাল মঙ্গলবার দুপুর ৩টায় রাজধানীর বনানী কবরস্থানে বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তর কবরে শায়িত করা হয় তাকে। এসময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ, তাদের স্বজনরা এবং মাইলস সদস্যরা।
এর আগে মৃত্যুর চার দিন পর সোমবার বিকাল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে শাফিন আহমেদের মরদেহ নিয়ে আসা হয়।
গতকাল জোহরের নামাজের সময় নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার। এদিন জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে কুলখানি অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গেল ৯ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় ছিল কনসার্ট। সেই শোয়ের আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বছরের এই তারকা। হাসপাতালে ভর্তি ও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টা ৯ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
তার এই অকাল প্রস্থানে রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী ডা. রুমানা দৌলা, তিন পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে। সঙ্গে অগুনতি ভক্ত-বন্ধু-স্বজন।
এক যুগেরও বেশি সময় ধরে হার্টের অসুখে ভুগছিলেন শাফিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রæয়ারি জন্মগ্রহণ করেন এই নন্দিত শিল্পী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ