বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ঢাকায় সরকারি স্থাপনায় ভাংচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলা হয়েছে ১৪টি। এ নিয়ে এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় ২৪৩টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এসব মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে ৫৮ জনকে। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের চলমান বøক রেইডে এই ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে নাশকতা-সহিংসতার ঘটনায় এ পর্যন্ত দুই হাজার ৮২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী।
তবে প্রাথমিকভাবে বøক রেইডে আটকের সংখ্যা ছিল অনেক বেশি। বিভিন্ন বাড়ি, আবাসিক হোটেল ও মেসে বøক রেইড চালানোর সময় অনেক নিরীহ ও ছাত্র আন্দোলনের সঙ্গে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই-এমন ব্যক্তিকে আটক করা হয়। পরে থানায় নিয়ে টাকার বিনিময়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। এমন অভিযোগ আটককৃতদের মধ্যে থেকে অভিযোগ উঠেছে। পুলিশের আটক থেকে মুক্তি পাওয়ার পর অনেকেই গণমাধ্যমের কাছে নাম পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছে। তারা বলেছেন, গণমাধ্যমে নাম প্রকাশ হলে, পুলিশ উল্টো তাকে হয়রানি করতে পারে।
অন্যদিকে, ঢাকাসহ সারাদেশে আরো ৩০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের মধ্যে ৬ জনকে ঢাকা থেকে ও বাকি ২৪ জনকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স¤প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনসহ সারাদেশে মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।